চট্টগ্রাম বিমানবন্দরে সংবর্ধিত হলেন ইয়াকুব সৈনিক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:৪৮ পিএম

চট্টগ্রাম বিমানবন্দরে সংবর্ধিত হলেন ইয়াকুব সৈনিক

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত দুবাই বাংলাদেশ এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা আলহাজ্ব ইয়াকুব সৈনিককে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় তিনি দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর তাকে ফুলেল সংবর্ধনা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবর্ধনায় উপস্থিতিদের উদ্দেশ্যে আলহাজ ইয়াকুব সৈনিক বলেন, প্রবাসী বাংলাদেশীরা এখনো দেশে জান মালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিদেশে বাংলাদেশ মিশন গুলোতে আওয়ামী দোসররা এখনো তৎপর। তিনি বলেন যে চেতনা নিয়ে বিপ্লব সংঘটিত হয়েছে তা বাস্তবায়ন করতে হলে অন্তর্বর্তী সরকারকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশে-বিদেশে প্রবাসীদের আশা প্রত্যাশা পূরণে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরোও বলেন, রেমিট্যান্স যোদ্ধা-এমন একটি শব্দ, যা আজকের অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের জন্য এক অনন্য মর্যাদার প্রতীক। আমরা প্রবাসী বাংলাদেশি, যাঁরা নিজেদের পরিবার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশে পরিশ্রম করে থাকি। তাদের কঠোর পরিশ্রম এবং ত্যাগের ফলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রার যে মজুদ গড়ে তুলেছে, তা আমাদের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করছে। এই প্রবাসীরা যদি দেশের অর্থনীতিতে অবদান না রাখতেন, তাহলে আরও অনেক আগেই আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিত। কারণ, বছরের পর বছর ধরে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা ও আমলারা দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

সংবর্ধিত অতিথিকে বিমানবন্দরে বরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ও সংগঠক আলহাজ্ব নাসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আশরাফ হোসেন, চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান, বিজনেস বাংলাদেশ পত্রিকার ব্যুরো চীফ ও  চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরিফ, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আব্দুল্লাহ, যুব নেতা মো. সুমন, মহানগর বিএনপি’র সিনিয়র সদস্য মো. আশরাফুল ইসলাম, জাবেদ আহমেদ, সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা মো. আরফান ও মো. মনজুরুল ইসলাম সুমন।

এছাড়া বিভিন্ন  পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরাও  এ সময় উপস্থিত ছিলেন।

আরবি/জেডআর

Link copied!