ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

স্ক্রীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৮:৩৮ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্ক্রীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব পঞ্চবটী অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটিং এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি আশা করি, আগামীতে আপনারা আমার পাশে থাকবেন এবং এই অনুষ্ঠানকে আরও বড় আকারে উদযাপন করতে পারব। সব সময় বাংলাদেশ স্ক্রীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের পাশে থাকব।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম, প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের সভাপতি মো. আরিফ দেওয়ান, সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সদস্য সচিব কবির হোসেন, উপদেষ্টা আমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।