ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

বিয়েতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৮:৫৮ এএম
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান-বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের  ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল বেপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিলো। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান-বাজনা হচ্ছিলো। এমন সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী বিয়ে বাড়িতে উচ্চ স্বরে গান বাজনা করতে নিষেধ করায় এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে এতে সংঘর্ষ বাধে । এ ঘটনায় ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হয়।