ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ৫ বছরের শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. জাহাঙ্গীর (৪০), বিউটি বেগম (৩৫) ও তাদের মেয়ে তানহা (৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করছিলেন তারা। সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

এমন ঘটনা, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকাতেও ঘটেছিল। সেখানে রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একটি পরিবারের ১১ সদস্য দগ্ধ হয়েছিলেন, যার মধ্যে ৩ জন মারা গেছেন। বর্তমানে বাকিরা চিকিৎসাধীন আছেন।