ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত

নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা  হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটিতে আহবায়ক করা হয়েছে মোর্শেদ আজমকে। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন। সদস্য সচিব করা হয়েছে সিহাবুজ্জামান চৌধুরী সিহাবকে।

তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন। এছাড়াও সিনিয়র যুগ্ম-আহবায়ক করা হয়েছে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজু পারভেজকে। বিজ্ঞপিতে আগামী ১০দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি কেন্দ্রে জমা দানের নির্দেশ দেওয়া হয়।