"শিমুল ফোটা উৎসব পালন করি, দেশীয় সংস্কৃতি লালন করি" এ প্রতিপাদ্যে প্রথম বারের মত জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হলো শিমুল ফোটা উৎসব।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর এলাকায় তানজিম পল্লীতে নানা আয়োজনে এ উৎসব পালিত হয়েছে।
তানজিম পল্লীর প্রজাপতি পার্ক ও দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যানের প্রতিষ্ঠাতা ও আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাসমত আলী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ফাগুনের এক অনবদ্য সৌন্দয্যের প্রতিক শিমুল ফুল। শিমুলের সৌন্দর্যে মন বিমোহিত হয় ছোট থেকে বড় সব বয়সী মানুষের। তারা আরো বলেন বর্তমানে আমাদের দেশে শিমুল গাছের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। তাই এ অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে সচেতন করাও এর উদ্দেশ্য। অনুষ্ঠানে আমাদের দেশীয় শিমুল ফুল ও দেশীয় সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়।
দেশীয় শিমুল ফুল নিয়ে এ উৎসবের আয়োজনে খুশি অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা।
অনুষ্ঠানের উদ্বোধক মোঃ হাসমত আলী বলেন- শিমুল, জারুল, কদম ফুল সৌন্দয্যোর দিক দিয়ে পৃথিবীর যে কোন ফুল থেকে পিছিয়ে নেই। এই শিমুল ফোটা উৎসবের মাধ্যমে আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে লালন করব। এখন থেকে প্রতি বছরই সারা দেশ ব্যাপী এই শিমুল ফোট উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে সারা দেশ ব্যাপী বেশী করে শিমুল গাছ রোপণের প্রচেষ্টা নেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, পিংনা সুজাত আলী অনার্স কলেজে প্রভাষক আফরোজা বুলবুল, পোগলদিঘা ডিগ্রি কলেজের প্রভাষক এম এম মিজানুর রহমান, শিক্ষিকা আজিবুন নেছা অনি প্রমুখ।