ঐতিহ্যবাহি বগুড়া আর্ট কলেজ আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে কলেজের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও গুণী শিল্পীদের শতাধিক শিল্পকর্ম নিয়ে ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।শিল্পকর্ম প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।
বগুড়া আর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ উম্মে হাবিবা` র লিখিত বক্তব্যে পাঠ করেন সহকারী সাব রেজিস্ট্রার শহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলেন, বগুড়া আর্ট কলেজের ৫ দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্ব সোমবার ২৪ ফেব্রুয়ারি শহরের টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বগুড়ায় বৃহৎ পরিসরে আর্ট গ্যালারী না থাকায় বগুড়া আর্ট কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অক্লান্তিক প্রচেষ্টায় আমরা অস্থায়ী গ্যালারী তৈরি করে শিল্পকর্ম প্রদর্শন করছি। এর ভুক্তভোগী ফটো সাংবাদিক, চিত্রশিল্পী সহ সংশ্লিষ্ট সকল শিল্পীবৃন্দ। তবুও শিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করা থেকে থেমে নেই।
শিল্প সংস্কৃতির বিকাশে আমাদের এই প্রয়াসকে সাফল্যমন্ডিত করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের বিশেষভাবে প্রয়োজন।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, ২৪ ফেব্রুয়ারিতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা।
২৮ ফেব্রুয়ারি বিকালে পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপ্তি ঘোষণা।