গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কতৃপক্ষ। চন্দ্রা জোনাল অফিস সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ এ অভিযান পরিচালনা করেন।
রবিবার (২৩ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় এ উচ্ছেদ পরিচালনা করা হয়।
এলাকাবাসী ও অভিযান সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার ২ নং ওয়ার্ডে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর এলাকায় সরকারি খাদ্য গুদামের মেন গেইটের সামনের সড়ক কেটে রাতের আঁধারে কয়েকটি বাসায় অবৈধ গ্যাস সংযোগ দূবৃর্ত্তরা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ নজরে আসলে তিতাস কর্তৃপক্ষকে জানালে রবিবার দুপুরে তিতাস কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অবৈধ গ্যাস সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়।
এসময় অভিযানে চালিয়ে প্রায় দুইশত ফিট অবৈধ গ্যাস পাইপ জব্দ করা হয়। এছাড়াও এলাকায় আরো প্রায়ই ৫ শতাধিক অবৈধ সংযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ,তিতাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও এলাকার দালালের মাধ্যমে মোটা অংকের উৎকোচের বিনিময়ে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়। গ্যাস কর্মকর্তা,কর্মচারী এঅভিযানে উপস্থিত ছিলেন।
চন্দ্রা তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ জানান,অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরণের কাজের সাথে জড়িত রয়েছে। তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।