শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সাগর মিয়া, হোসেনপুর, কিশোরগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৫:৩২ পিএম

খালি চোখে কোরআন পড়েন শতবর্ষী মফিজ মাস্টার

সাগর মিয়া, হোসেনপুর, কিশোরগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৫:৩২ পিএম

খালি চোখে কোরআন পড়েন শতবর্ষী মফিজ মাস্টার

মফিজ মাষ্টার। ছবি: রূপালী বাংলাদেশ

মফিজ মাষ্টারের বর্তমান বয়স শত ছুঁই ছুঁই। শত বছরের এই প্রবীন ব্যক্তি এখনো সবকিছু প্রায় স্বাভাবিক ভাবেই করতে পারেন কোরআন ও বই পুস্তক খালি চোখে পড়তে পারেন। এছাড়াও বাংলা ও ইংরেজিতে লিখতেও পারেন তিনি ৷ গ্রামের মানুষের কাছে এই বয়সী মানুষটির আলাদা ভক্তি রয়েছে।  

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরি গ্রামে তার বাড়ি ৷ সরকারি কোন প্রতিষ্ঠানে চাকরি না করলেও স্বাধীনতার আগে থেকেই গ্রামে ছাত্রদের পড়াতেন নিজ উদ্যোগেই ৷ তাই গ্রামে তার পরিচিতি মাস্টার হিসেবেই। পড়ানোর সুবাদে তার হাজারো ছাত্র সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সরকারি গুরুত্বপূর্ণ চাকরিতে রয়েছে অনেক ছাত্র।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মফিজ মাস্টারের ৩ মেয়ে ও দুই ছেলে রয়েছে ৷ সবারই বিয়ে হয়েছে ৷ ছেলে-মেয়েরা সবাই যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠিত ৷ বাড়িতে তার সহধর্মিণী রয়েছে ৷ তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। বড় ছেলে পিতা-মাতার দেখ ভাল করে থাকেন ৷ মফিজ মাষ্টার ধর্ম পালনে অধিক মনোযোগী ৷ পরহেজগার মানুষ হিসাবে এলাকার সবার নিকট সম্মানিত ব্যক্তি ৷ এলাকার যে কোন অনুষ্ঠান হলে তিনি আমন্ত্রিত হন ৷ 

এছাড়াও গ্রামের মানুষের বিশেষ আমন্ত্রণে প্রায় প্রতিদিন বাড়ি বাড়ি যান ৷ সবাই তার নিকট দোয়া নেওয়ার জন্য আসেন। মানুষ খুশি হয়ে যা দেন, তাই হাসিমুখে গ্রহণ করেন ৷ তাই দিয়ে নিজের চলার খরচ মিটিয়ে থাকেন। বই দিলে তিনি খালি চোখে অনায়াসে পড়তে পারেন ৷ এছাড়াও একাই এখনো বাড়ি যেতে পারেন তিনি। বর্তমানে কানে সামান্য কম শুনলেও স্মরণ শক্তি স্বাভাবিক অবস্থায় রয়েছে ৷ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রমজান মাসের সবগুলো রোজা তিনি পালন করে থাকেন ৷ 

গোবিন্দপুর ইউনিয়নের ডাংরি গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, ‍‍`চাচা (মফিজ মাষ্টার) খুবই ভালো মনের মানুষ। এখনো তিনি অনায়সে কুরআন ও বইপত্র চশমা ছাড়াই পড়তে পারেন ৷ বিষয়টি আমাদের কাছে খুবই ভালো লাগে ৷ আমাদের গ্রামের সবাই ওনাকে শ্রদ্ধা ও সম্মান করে থাকি ৷

মফিজ মাস্টার বলেন, ‍‍`আল্লাহর অশেষ রহমতে আমি রোগমুক্ত হয়ে এখনো সুস্থ আছি ৷ বর্তমানে আমার বয়স ৯৫ ছাড়িয়ে যাচ্ছে। যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে দেখেছি। তাদের আমি দেশের জন্য যুদ্ধ করতে উদ্ভুদ্ধ করতাম। আমার কাছ থেকে দোয়া নিতো তারা ৷ যতদিন বেঁচে আছি মানুষের মধ্যে ধর্ম প্রচার ও আল্লাহর ইবাদত করে কাটাতে চাই ৷‍‍`

আরবি/জেডআর

Link copied!