সিংগাইরে সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক খান আর নেই

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৫:৩৮ পিএম

সিংগাইরে সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক খান আর নেই

সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক খান। ছবি: রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক খান রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মৃত্যুবরণ করেন। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর । তিনি ছিলেন একাধারে একজন মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ।

জানা গেছে, ধল্লা ইউনিয়নের প্রকৃত রুপকার ছিলেন তিনি। জনগণের যাতায়াতের জন্য প্রায় সকল রাস্তা-ঘাট তার নিজের হাতে তৈরী। ধল্লা বাজারের সমস্ত ওলিগলি  যাতায়াতের রাস্তার নকসা তার নিজের হাতে বানানো। তার মৃত্যুতে শোক নেমে এসেছে সাড়া ইউনিয়নজুড়ে এমনকি উপজেলা জুড়ে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণীগ্রাহী রেখে গেছেন।   

আরবি/জেডআর

Link copied!