ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

কালকিনিতে যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড়

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৫:৫৫ পিএম
ফাইল ছবি

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামে রাসেল মাল (২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবার দাবি, কথিত ভাইরা খায়রুল কৌশলে কোমল পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে রাসেলকে খাইয়ে দেয়, যা তার মৃত্যুর কারণ হতে পারে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি ও তোলপাড় চলছে। ন্যায়বিচারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে খায়রুল রাসেলকে বাজারে নিয়ে যায়। সেখানেই কোমল পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে রাসেলকে খাওয়ানো হয় বলে অভিযোগ উঠেছে। কিছুক্ষণ পর রাসেল অসুস্থ হয়ে পড়েন এবং কোনো রকমে মুমূর্ষু অবস্থায় বাড়িতে ফিরে আসেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা বরিশাল হাসপাতালে তাৎক্ষণিক স্থানান্তর করার পরামর্শ দেন। বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে রাসেল মারা যান।

এ ঘটনার পর নিহতের পিতা হালান মাল কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবার ও এলাকাবাসীর দাবি, খায়রুল পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেছে।

এদিকে, নিহতের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।