ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ দুই বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার গৌরীপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বালুয়াপাড়া এলাকার মৃত আ. আজিজের মেয়ে নাছিমা বেগম ওরফে কণা ও নুরুন্নাহার ওরফে ঝিলিক। তারা সহোদর।
গত শনিবার রাতে নগরীর চুরখাই এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার বিকালে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারী রাতে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে অভিযান চলে। অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে থেকে দুই বোনকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।
আপনার মতামত লিখুন :