আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে অতি দ্রুত তার উন্নতি করতে হবে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে বাগেরহাট জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বাগেরহাটের খানজাহান আলী (দরগা) মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শুরুর আগে জেলার বাগেরহাট সদর উপজেলা, চিতলমারী, কচুয়া, মোল্লাহাট, ফকিরহাট, মোরেলগঞ্জ, শরণখোলা, মংলা ও রামপালের উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সহযোগী অংগ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
অন্যান্যেরে মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম, ওহিদুজ্জামান দিপু, শিপন কাজী
মোজাফফর রহমান আলম, শমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপসহ অনেকে।
বক্তারা বলেন, কোনো টালবাহানা ছাড়া দ্রুত নির্বাচন দিতে হবে। দল বড় করার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হবে না। যারা এটি করতে চাইবে, তাদের প্রতিহত করা হবে।