ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৮:৩৬ পিএম

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

ছবি: রূপালী বাংলাদেশ

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বীর চট্টলার ছাত্র সমাজের আয়োজিত মানববন্ধনে নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন সেই দাবি জানান ভিক্ষোভকারীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের যুগ্ম আহবায়ক মুহতানা পিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজা, সংগঠক নুসরাত তাবাসসুম, সংগঠক মেহজাবিন, সাধারন শিক্ষার্থীদের পক্ষে সাদিক আরমান বক্তব্য রাখেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ২৪ এর অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রাখলেও অভ্যুত্থান পরবর্তী তাঁরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। রাষ্ট্র তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। অনতিবিলম্বে ধর্ষণকারীসহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নত করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

গত ১৫ বছরের বিচারহীনতার সংস্কৃতি যেন পুনরায় প্রতিষ্ঠিত না হয় সেদিকে সরকারকে নজর দেয়ার আহ্বান জানান তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিন সংহতি প্রকাশ করেন আয়োজকদের সাথে।

অন্যান্যের মধ্যে জুলাই অভ্যুথানে আহত শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিন নেতৃবৃন্দ সহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরবি/জেডআর

Link copied!