সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪:৩০ মিনিটে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মোখলেছুর রহমান স্বজনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ। তিনি বলেন, “ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, যা এক মাসের মধ্যে কার্যকর করতে হবে। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এ সমস্যা সমাধানে ব্যর্থ হন, তবে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সাব্বির ভূঁইয়া বলেন, “ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, যা দ্রুত কার্যকর করা প্রয়োজন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজ্জাম্মিল হোসাইন বলেন, “সরকারকে বিতর্কিত করতে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা এ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। সুতরাং, ষড়যন্ত্রকারীদের সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের সহকারী ইংরেজি শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক শাকিল সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মোখলেছুর রহমান স্বজন, সদস্য মারুফুল ইসলাম, সংগঠক মো. জাহিদ, সদস্য ইরফান সাদিক, মারজুক মোহাম্মদ তালহা, সাব্বির ভুঁইয়া, সাজিদ আহমেদ মাহিম, কামরুল হাসান শিমুল, মুমিন শেখ, আব্দুর রহমান, মো: ইয়াসিন, মো: শাহরিয়ার নাফিস।