ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা: চরমপন্থী সংগঠনের দায় স্বীকার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৯:৩৯ পিএম

ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা: চরমপন্থী সংগঠনের দায় স্বীকার

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলীসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে কালু ও তার বাহিনীর লোকজন। হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু নিজেই দায় স্বীকার করে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলীসহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়। 

চরমপন্থী নেতা কালু পরিচয় দিয়ে পাঠানো বিবৃতিতে বলা হয়, এতদ্বারা ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, যশোর, খুলনা বাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুন্ডু নিবাসী মো. হানিফ তার দুই সহযোগী সহ জাসদ গণবাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। অত্র অঞ্চলে হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেয়া হলো অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে। কালু-জাসদ গণবাহিনী।

বিষয়টি নিয়ে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের এই বিষয়ে গোয়েন্দা তৎপরতা চলছে এবং আমাদের অভিযানও চলছে। এ বিষয়ে কঠোর পদক্ষেপের নির্দেশনা আমাদের পুলিশ সুপার মহোদয় ও দিয়েছে। এ ধরনের সংশ্লিষ্ট যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে। 

আরবি/জেডআর

Link copied!