রায়গঞ্জে প্রকৌশলীর অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৯:৪২ পিএম

রায়গঞ্জে প্রকৌশলীর অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রকৌশলী ও তাঁর কর্মচারীদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরের  সামনে সচেতন ছাত্র-জনতার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ফয়সাল বিশ্বাস, ফাহিম বিশ্বাস, সাব্বির আহমেদ, দ্যা আলফা একাডেমির প্রতিষ্ঠাতা আসাদুল্লাহ খান সজল, ইউনিয়ন ছাত্রদল নেতা ফারদিন হাসান মুজাহিদ, মোরশেদ সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতিবাজ উপজেলা প্রকৌশলী তামান্না রহমান ও তাঁর কর্মচারীদের অবিলম্বে অপসারণ করে করতে হবে। এ ছাড়াও দুর্নীতির সঙ্গে জড়িত ঠিকাদারের বিচারের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

প্রায় ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশে উপজেলার শতাধিক ছাত্র-জনতা অংশগ্রহণ করে।

সমাবেশ শেষে, ছাত্র জনতার পক্ষ থেকে উপজেলা প্রকৌশলী ও তাঁর কর্মচারীদের অপসারণের দাবিতে নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বিক্ষোভ সমাবেশের পর সচেতন ছাত্র জনতা একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। বিষয়টি ঊধ্বর্তন কর্তপক্ষকে অবগত করার কথা জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!