বগুড়ায় রাজনৈতিক মামলায় যুবলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ররিবার রাত সাড়ে ৯টার দিকে সাবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আ: রহমান ওরফে লবো(৪৫) সদর উপজেলার সাবগ্রাম উত্তরপাড়া এলাকার আফতাব হোসেন মোল্লার ছেলে। তিনি যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।
পুলিশের এই কর্মকর্তা জানান, রাজনৈতিক মামলার আসামী হিসেবে আ: রহমানকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :