সড়কের কাজ না করেই ৪৪ কোটি টাকা আত্মসাৎ

মো. মামুন হোসেন, পিরোজপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০২:৪৯ পিএম

সড়কের কাজ না করেই ৪৪ কোটি টাকা আত্মসাৎ

ছবি: রূপালী বাংলাদেশ

পিরোজপুরের নাজিরপুর-বৈঠাকাটা ১৭ কিলোমিটার সড়কের সংস্কার কাজ না করেই প্রায় ৪৪ কোটি টাকা লোপাট করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখায় সড়কের বেশির ভাগ জায়গায় পিচ-খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নাজিরপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র সড়ক হলো এটি।

পাশাপাশি জেলার সবচেয়ে বড় ভাসমান সবজির বাজার বৈঠাকাটার সঙ্গে সংযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ মাধ্যমও এই রাস্তা। সড়কের বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা দিদার শেখ বলেন, ‘পাঁচ-ছয় বছর ধরে সড়কটি অবহেলায় পড়ে আছে। শুনেছি, কাজ না করেই ঠিকাদার টাকা তুলে নিয়েছে। তিন-চার বছর আগে রাস্তার পাশে শুধু সাদা রঙ করেছিল, এরপর আর কিছুই হয়নি। ক্ষমতার অপব্যবহারের কারণেই আমরা দুর্ভোগে পড়েছি। দ্রুত সড়ক নির্মাণের দাবি জানাই।’

প্রকল্পের আওতায় মেসার্স ইফতি ইটিসিএল প্রা. লি. ঠিকাদারি প্রতিষ্ঠান চারটি প্যাকেজে প্রায় ৪৪ কোটি টাকায় সড়ক নির্মাণের কাজ পায়। ২০২৩ সালের জুনে কাজ শুরু হয়ে ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। তবে কাজ শুরু না করেই পুরো বরাদ্দ তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিত দে বলেন, ‘ঠিকাদারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা চলছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।’ তবে কাজ শেষ না করেই টাকা উত্তোলনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরবি/জেডআর

Link copied!