ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

তাড়াশে মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:১৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশের মোটরসাইকেল আরোহীর মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার সময় তাড়াশ রানীর হাট আঞ্চলিক সড়কের বিনসাড়া আসানবাড়ির মাঝে মোটরসাইকেল চাল‌কের গতিরোধ করে ছিনতাইকারীরা, তার মাথায় পিছনে আঘাত করে মাটিতে ফেলে দি‌য়ে মোটরসাইকেলটি নিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক মারাত্মক আহত হন। মোটরসাইকেল চালক নাইমুল ইসলাম ইমরান পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে তাড়াশ রানীর হাট আঞ্চলিক সড়ক দিয়ে পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে বিনসাড়া আসানবাড়ির এলাকায় পৌছালে তিনজন ছিনতাইকারী পিছন থেকে ইমরানের মাথায় আঘাত করে মাটিতে ফেলে দিয়ে হিরো হাঙ্ক মোটরসাইকেল যার রে‌জিঃ নং ঢাকা মেট্রো ল- ৬৩-৯৯৬২, দুইটি মোবাইল ও দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত ইমরানকে তাড়াশ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। সড়কে টহল পুলিশ পাঠানো হয়েছে।