ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

কচি পাচ্ছেন চসিকের একুশে পদক

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৪:০৯ পিএম
জাহিদুল করিম কচি। ছবি: রূপালী বাংলাদেশ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্র্রদত্ত একুশে পদক পাচ্ছেন ফ্যাসবাদ আওয়ামী সরকারের হাতে দীর্ঘ বছর শোষিত এবং অবহেলিত হওয়া সংবাদকর্মী এবং লেখক দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তীকালীন কমটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।

আগামী ২৬ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বই মেলায় বর্ষীয়ান এ সাংবাদিককে একুশে পদক প্রদান করা হবে।

বিগত বছর সমূহের ধারাবাহিকতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বরেণ্য ব্যক্তিবর্গকে এবারও চসিকের একুশে পদক প্রদানের সিদ্বান্ত গ্রহণ করা হয়।

জাহিদুল করিম কচি দীর্ঘ সাংবাদিকতা জীবনে দৈনিক বাংলাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই সাংবাদিক নেতার।

জানতে চাইলে জাহিদুল করিম কচি বলেন, তিন যুগেরো বেশি সময় সাংবাদিকতা পেশার সাথে জড়িত। দীর্ঘ বছর পরেও হলেও কাজের স্বীকৃতি পেয়েছি, ভালো লাগছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চসিকের মেয়র ডা. শাহাদাতের কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে যোগ্য মনে করেছেন।