কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৪:২৫ পিএম

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মো. মজিদ আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মজিদ আলী নিকলী উপজেলার সিংপুর ভাটিয়া এলাকার মৃত হাজী আ. রহিমের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনে উঠলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ওই ব্যক্তির দু’টুকরো মৃতদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনারস্থল থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের খবর দেই। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

আরবি/জেডআর

Link copied!