সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের নিচে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা নামক স্থানে ব্রিজের নিচে ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে নিঝুড়ী তালতলা বিজের নিচ থেকে এক ব্যক্তিকে পরে থাকতে দেখে স্থানীয়াওরা পরে রায়গঞ্জ থানা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।