শরীরে সেফটিপিন গেঁথে খালেদা জিয়াসহ ৬ নেতার ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:০৬ পিএম

শরীরে সেফটিপিন গেঁথে খালেদা জিয়াসহ ৬ নেতার ছবি

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সমাবেশে শরীরে সেফটি পিন গেঁথে বিএনপি নেতাদের ছবি লাগিয়ে চলমান সমাবেশে এসেছেন দেলোয়ার হোসেন নামে এক যুবক। সমাবেশে দেলোয়ারকে ঘিরে মানুষের ব্যস্ততা। কেউ ছবি তুলছেন আবার কেউ তার সঙ্গে কথা বলছেন।


তাকে ঘিরে উপস্থিত মানুষজন তার সাথে কথা বলা আর ছবি তোলায় যেন নিজেও বেশ আনন্দ পাচ্ছিলেন দেলোয়ার নামে ওই যুবক। উপস্তিত জনতা বলছেন বিএনপির অন্ধভক্ত তিনি। সমাবেশে এসেছেন নিজের গায়ের চামড়ায় সেফটি পিন দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছবি লাগিয়ে।


এমন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেলোয়ার বলেন, ‘আওয়ামী লীগ আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে ও অনেক নির্যাতন ও অনেক কষ্ট দিয়েছে। যে কষ্ট দিছে এই কষ্ট অনুযায়ী শরীরের সামান্য সেফটি পিনের এ ব্যথা কিছুই না।’


সোমবার (২৪ফেব্রুয়ারি)ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে দেখা মিলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা দেলোয়ারের। সমাবেশ শুরুর  দিকে পৌর মুক্তমঞ্চে সমাবেশস্থলে দেখা যায় তাকে।


দেলোয়ার আরো জানান, সকালে শরীরে ৬ টি সেফটি পিন গেঁথে দলীয় নেত্রী খালেদা জিয়াসহ ছয়জনের ছবি লাগিয়েছেন। থাকবেন সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত।


ওই যুবকের সাথে ছবি তুলতে যাওয়া একজন  জানান,সেফটি পিন দিয়ে নেতা কর্মীদের ছবি লাগানো দেলোয়ারের দৃশ্য দেখে প্রথমে আমার মতো অনেকে কষ্ট পেয়েছে। তবে তার কথা শুনে মনে হলো- এরাই আসলে বিএনপির প্রকৃত কর্মী ও অন্ধভক্ত।


৩১ দফা বাস্তবায়নে আয়োজিত বিএনপির এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ ছাড়া কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া প্রমুখ। 

আবু/এস

Link copied!