স্বপ্ন ও সম্ভবণার কথা বলতে চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতারা। ৩৬ জুলাইয়ের মতো ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে চান তারা। তাদের সে স্বপ্ন ও সম্ভাবনার কথা চট্টগ্রামবাসীর কাছে তুলতে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন চট্টগ্রামের নেতারা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর জামালখানস্থ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংভাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র-জনতা একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতিকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়েছে। বৈষম্য, দমন-পীড়ন ও স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলনে তরুণ প্রজন্ম তাদের অসাধারণ সাহস ও নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেছে। দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। বর্তমান সরকার এমন একসময় দায়িত্ব গ্রহণ করেছে যখন দেশের অর্থনীতি বিপর্যস্ত, প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এবং বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ।
তারা বলেন, নতুন স্বপ্ন ও আশার সঞ্চার হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে। দেশজুড়ে তরুণরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে যুক্ত হয়ে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিচ্ছন্নতা অভিযান, লুটপাট হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার, বাজার নিয়ন্ত্রণ—এমন নানা উদ্যোগে তরুণদের অংশগ্রহণ বাংলাদেশের ভবিষ্যতের প্রতি তাদের দায়বদ্ধতারই প্রমাণ
সংবাদ সম্মেলনে বৈছাআ’র নেতারা বেশ কিছু দাবি ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তাদের দাবি ও পরিকল্পনার মধ্যে রয়েছে:
১. গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সংবিধান পুনর্গঠন।
২. অর্থনীতি পুনর্গঠন ও লুণ্ঠিত রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার।
৩. শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা।
৪. বিচারব্যবস্থা ও প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা।
৫. তরুণদের রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছায়া) চট্টগ্রাম মহানগরের আহবায়ক রিজাউর রহমান বলেন, আমরা বৈষম্যবিরোধী,দুর্নীতিমূক্ত একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। যে স্বপ্ন বুকে নিয়ে জনতাকে সাথে নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আমরা যে সম্ভানার কথা চিন্তা করে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম। সে স্বপ্ন ও সম্ভাবনাকে বুকে লালন করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীতেও দেশের জন্য কাজ করতে চাই। ঐক্যবদ্ধ সে স্বপ্নের কথা চট্টগ্রামবাসীর কাছে তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। যোগ করেন তিনি।
সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, তরুণরা শুধু এই আন্দোলনের পথপ্রদর্শকই নয়, বরং তারা একটি নতুন, উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। বাংলাদেশকে বিশ্বের সামনে একটি আদর্শ গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবার সহযোগীতা প্রত্যাশা করছি।