ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রাম জেলা পুলিশের ‘ড্রোনটহল’!

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:৪৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মহাসড়কে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোনের ব্যবহার চালু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। ২৩ ফেব্রুয়ারি রাত থেকে ড্রোনের মাধ্যমে জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অপরাধ প্রবণ এলাকায। এখানে চুরি, ডাকাতি ও ছিনতাই করে খুব দ্রুত পালিয়ে যাওয়া যায়। এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে জেলা পুলিশ ড্রোনের মাধ্যমে নিরাপত্তা টহল দেয়া শুরু করেছে।

তিনি আরও বলেন, এজন্য থানায় কর্মরত পুলিশ সদস্য, গোয়েন্দা শাখা ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে বিশেষ আভিযানিক টিম গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার একদিকে জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি করবে অপরদিকে মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি ক্রমান্বয়ে হ্রাস পাবে।