গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন করে `বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি` নাম করণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই বিশ্ববিদ্যালয়ের নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে সাধারণ শিক্ষার্থীরা ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামকরণ করার দাবি জানিয়ে আসছেন। এরই প্রেক্ষিতে গত কয়েক দিন ধরে তাঁরা মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করার আহবান জানান। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীরা জানায়, সম্প্রতি বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে গেজেট প্রকাশ করা হয়। তবে শিক্ষার্থীদের দাবি, এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে `বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি` করতে হবে।
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম পরিবর্তন করে জাতীয় পরিচয় বহনকারী নতুন নাম দেওয়া হোক।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে মোঃ ইউনুস আলী, ফখরুল হাসান ফয়সাল, শাহরিয়ার কবির সজিব বলেন, `গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি` নামটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচয় জাতীয় পর্যায়ে স্পষ্টভাবে তুলে ধরতে সক্ষম না। তারা চান, প্রতিষ্ঠানটি `বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি` নামে স্বীকৃতি পাক, যা একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানিক মর্যাদা লাভ করে।
শিক্ষার্থীরা আরও জানান, গত ২০ ফেব্রুয়ারি `বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি` নাম বাস্তবায়নে `স্টুডেন্ট ফোরাম` বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং গাজীপুর জেলা প্রশাসনকে তাঁরা একটি স্মারকলিপি দিয়েছেন।