মাদারীপুরের ডাসার উপজেলার পাওয়ার হাউজ এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, আমিনুল ইসলাম (২৭) মাদারীপুর সদর উপজেলার চাপাতলি গ্রামের সোহরাব খানের ছেলে ও তার সহযোগী রিফাত হাওলাদার (২৪) ডাসার উপজেলার কাজী বাঁকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে।
রোববার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদ পেয়ে মাদক বিক্রী সময় তাদের ধরতে সক্ষম হয়। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
ডাসার থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।