ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

মাদারীপুর ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৭:০৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের ডাসার উপজেলার পাওয়ার হাউজ এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, আমিনুল ইসলাম (২৭) মাদারীপুর সদর উপজেলার চাপাতলি গ্রামের সোহরাব খানের ছেলে ও তার সহযোগী রিফাত হাওলাদার (২৪) ডাসার উপজেলার কাজী বাঁকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে। 

রোববার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদ পেয়ে মাদক বিক্রী সময় তাদের ধরতে সক্ষম হয়। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। 

ডাসার থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।