স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাঙামাটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সোমবার দুপুর সাড়ে ১১টায় মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদর জেনারেল হাসপাতাল প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদের অংশ হিসাবে একাডেমিক শাটডাউন কর্মসূচিও পালন করেন শিক্ষার্থীরা ।
বিক্ষোভ সমাবেশে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আসিফ ইবনে হোসাইন, সাধারণ সম্পাদক আকতার হোসেন আকিব, মিনহাজ, পুস্পমিতা দাশসহ অন্যান্য ইন্টার্নি চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখ করেন, এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, ম্যাটস শিক্ষার্থীদের নিবন্ধন বন্ধ করা, ওটিসি তালিকা হালনাগাদ করা, এমবিবিএস/বিডিএস ছাড়া ওটিসি তালিকার বাইরে কেউ ওষুধ লিখতে না পারা, চিকিৎসক নিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা আইন বাস্তবায়ন করা।
এসময় ইন্টার্নি চিকিৎসা ও শিক্ষার্থীরা বলেন, পরিশ্রমের মাধ্যমে ডাক্তার উপাধি অর্জন করতে হয়, অথচ কিছু শ্রেণি অবৈধভাবে এটি ব্যবহার করছে। এটি বন্ধ না হলে দেশের চিকিৎসা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। ইতোমধ্যে রাঙামাটি মেডিকেল কলেজে শাটডাউন পালিত হচ্ছে এবং শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।