ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:২৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে।  এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে একজনকে মাথায় আঘাত করে আহত করা হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে  কুষ্টিয়া আদালত চত্বরে হামলা চালিয়ে এ  ভাঙচুর করে বহিরাগতরস। সভাপতি প্রার্থী মাহাতাব উদ্দিন বলেন, এ ঘটনা দেশ স্বাধীন হওয়ার পর বিরল ইতিহাস সৃষ্টি করেছে। অতীতে কখনও কুষ্টিয়া বারে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি।

তিনি বলেন, আমরা ধারণা করছি, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষরা এ হামলা চালিয়ে নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করছে। তবে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। নির্বাচন ২৬ ফেব্রুয়ারিতেই হবে।

ভোটাররা যাকে নির্বাচিত করবেন, তিনিই জয়ী হবেন। তিনি আরও বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই সত্যতা পাওয়া যাবে। তবে যেই ঘটাক না কেন, আমরা তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।