পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্র নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:৪৮ পিএম

পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর আঘাতে  তৃতীয় শ্রেণীর ছাত্র নিহত

ফাইল ছবি

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে নাহিদ ইসলাম (৯) নামে এক তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটেছে।

সে উপজেলার বড়গ্রাম পূর্বপাড়া গ্রামের মো. হাফিজুল ইসলাম ছেলে নাহিদ ইসলাম (৯)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নাহিদ ইসলাম (৯) টিফিনের সময় বিদ্যালয় মাঠে খেলা শুরু করে এসময় মাঠে সহপাঠীদের ফুটবল দেখতে দেখে সেও খেলাতে অংশ নেয় তাকে খেলতে নিবে না বলে তারিয়ে দেয় সহপাঠীরা খেলা নিয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী রাব্বি (১২) ও তৌফিক (১২) নামে দুই সহপাঠীর সাথে তর্কাতর্কি ও মারামারি হয় নাহিদের একপর্যায়ে নাহিদ ইসলাম (৯) কে দুই সহপাঠী এলোপাথাড়ি আঘাত করে এবং গোলা চাপটে ধরে আঘাত করে এর পরে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন নাহিদ। পরে তার আত্নীয় স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই ওই শিক্ষার্থী নাহিদের মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি, জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষার্থী রাব্বি ও তৌফিক কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে ।

আবু/এস

Link copied!