বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াতপন্থী সকল প্রার্থী বিজয়ী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১০:৪৮ এএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াতপন্থী সকল প্রার্থী বিজয়ী

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াতপন্থী সকল প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রধান নির্বাচন কমিশনার ও আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সোমবার ছিল চূড়ান্ত তালিকা প্রকাশের সময়। তাই ১৫টি পদে একক প্রার্থী থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়। এ নির্বাচনের মাধ্যমে বিনাভোটের রীতি চালু হয়েছে, ভোট উৎসব থেকে বঞ্চিত হয়েছেন আইনজীবীরা।

[35707

বিজয়ীরা হলেন, সভাপতি পদে মো. শহিদুল্লাহ, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, মো. এরশাদুর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক, ট্রেজারার মো. মুজিবুল ইসলাম, লাইব্রেরি মোশাররফ হোসেন পাখি, এনরোলমেন্ট মো. শফিউল্লাহ, রিক্রিয়েশন মো. জহিরুল ইসলাম, আই.টি মো. সাইফুল ইসলাম এবং সদস্য পদে মো. ওবায়েদ উল্লাহ সরকার, মো. শরিফুল ইসলাম, মো. কামরুল হাসান সুমন, মু. সলিমুল্লাহ খান ও মো. মাসুদ।

১৭ ফেব্রুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোঘণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে ৬ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঢালাওভাবে মামলার কারণে এ বছর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে পারেননি।

সর্বশেষ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন বলেন, গত বছরের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগে তাকে এবং সেক্রেটারিসহ এক সঙ্গে আওয়ামী লীগপন্থী ৩২ জন আইনজীবীকে আসামি করা হয়েছে। তাই মনোনয়নপত্র কিনতে আমরা আদালত চত্বরে যাওয়ার পরিবেশ পাইনি। আমাদের নিরাপত্তা নিয়েও সংশয় ছিল। তাই আমাদের কেউ ফরম আনতে যায়নি। অভিযোগ রয়েছে বিএনপিপন্থী কয়েকজন সিনিয়র আইনজীবীও মনোনয়ন ফরম কিনতে পারেননি। প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করানোর জন্য যা যা করা দরকার সবই করেছেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবী নেতারা। আওয়ামী লীগের কোন আইনজীবী যাতে মনোনয়ন ফরম কিনতে না পারেন সেজন্য বৈষম্যবিরোধী ছাত্ররা অবস্থান নেন সেক্রেটারির কক্ষে।

[35687

তবে এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মো. শরীফুল ইসলাম অভিযোগ করেন, তিনি সহ কয়েকজন মনোনয়ন ফরম কিনতে গেলে নানা অজুহাতে আমাদের ফরম সরবরাহ করেনি নির্বাচন কমিশনার।

এসব অভিযোগ অস্বীকার করে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম বলেন, যারা টাকা জমা দিয়েছেন ও বৈধ ভোটার তারাই মনোনয়ন ফরম নিয়েছেন।
 

আরবি/এসআর

Link copied!