বগুড়া পুলিশ লাইন্সের পাশে লতিফপুর কলোনিতে ইটালি প্রবাসী হেলাল উদ্দিনের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাতে এ ঘটনা ঘটেছে। এতে ১৬ লাখ নগদ টাকা ও ৭ ভরি সোনারসহ ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুবৃত্তরা।
এই মহল্লার পাশে পুলিশ লাইন্স এবং সামনে র্যাব ১২ অফিস। দুটি আইন শৃঙ্খলা বাহিনীর অফিসের পাশে এমন দুর্ধর্ষ ডাকাতি সন্ধ্যা রাতে শহরবাসীকে ভাবিয়ে তুলেছে।
হেলাল উদ্দিনের স্ত্রী তাসমিনা আক্তার অভিযোগ করেছেন, ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পড়া ৪/৫ জন দৃর্বৃত্ত তার ভাড়া বাড়ির তিনতলায় দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এরপর তারা তার মেয়ে তামান্নাকে চাকু ছোরার মুখে জিম্মি করার চেষ্টা করলে সে দৌড়ে একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে আত্মরক্ষা করে। এরপর দুর্বত্তরা ওই দরজায় চাকু দিয়ে আঘাত করে ভয় দেখায় এবং দরজা খুলে দিতে বলে। কিন্তু তার মেয়ে দরজা না খুলে কক্ষের বাথরুমে গিয়ে তাকে মোবাইল ফোনে তাকে ডাকাতির বিষয়টি জানায়। তিনি ঢাকায় গিয়েছিলেন। তিনি এ সময় ফিরছিলেন।
তিনি অভিযোগ করেন এ সময় দুর্বত্তরা তার আলমারি খুলে ১৬ লাখ টাকা ও ৭ ভরি সোনারসহ ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। একইসাথে হাইকোর্টের মামলার গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায়।
বনানী ফাঁড়ির এসআই ফজলে ইলাহি জানান, ওই বাসায় ডাকাতির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে । ২-৩ জন বেরাকাধারী দুর্বৃত্ত এসেছিল বলে জানা গেছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের পাশাপাশি র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আপনার মতামত লিখুন :