কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ ছাত্রদের সংবর্ধনা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১২:২৪ পিএম

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ ছাত্রদের সংবর্ধনা

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত তালিমুল উম্মাহ মাদ্রাসায় কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার হাফেজ ছাত্রদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মহানগরীর কোনাবাড়ী জেল খানা রোডস্থ মাদ্রাসা  প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়। পরে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।

তালিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হোসাইন আহম্মদ রাহমানি বলেন, চলতি বছরে ১৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া লাল শালুক হোটেলে আল কদর হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারাদেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন (রৌপ্য পদক) হাফেজ আশরাফ হোসাইন। একই সাথে চতুর্থ স্থান অর্জন (রৌপ্য পদক) হাফেজ আবু তালেব এবং ৬ষ্ঠ স্থান অর্জন করেন হাফেজ মাহবুবুর রহমান।

গত ২২ ফেব্রুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আর রহমান হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে (নগদ ১০ হাজার টাকা) হাফেজ সোয়াদ আহম্মদ।  

এ ছাড়াও গত ২৩ ফেব্রুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইশা আতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে সপ্তম স্থান অর্জন করে হাফেজ আশরাফ হোসাইন এবং পঞ্চম স্থান অর্জন করে (রৌপ্য পদক) হাফেজ মাহবুবুর রহমান। গত বছর ১৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় কাউতলী একটি অভিজাত হোটেলে শিরা হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে ১৮ তম স্থান অর্জন করে হাফেজ আশরাফ হোসাইন।

[35738

তালিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হোসাইন আহম্মদ রাহমানি বলেন, এই সাফল্য যেন আমরা আগামীতেও ধরে রাখতে পারি। তিনি মাদ্রাসায় অধ্যয়নরত সকল ছাত্রদের জন্য দোয়া প্রার্থনা করেন। 

আরবি/এসআর

Link copied!