ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০২:৪৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় তুলার গুদামে  আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমান মালামাল। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন  নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ এলাকার সহি ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি সুতা তৈরির কারখানার তুলার গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুর বারোটার দিকে সহি ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওই কারখানার তুলা গুদামে আগুনের সূত্রপাত হয় । অল্প সময়েল মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। কর্মরত কর্মচারীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডাণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের ভিতর থাকা তুলা ও সুতাসহ মেশিন ও আসবাবপত্র পুড়ে যায়।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুইটি  ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি ।