কিশোরগঞ্জে ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৫:২১ পিএম

কিশোরগঞ্জে ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিলে করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার সৈয়দ নজরুল চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, গত কিছুদিন যাবৎ দেশের অধিকাংশ জায়গায় মা-বোন ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু ধর্ষককে গ্রেপ্তারে প্রশাসনের কোনো তৎপরতা এখন পর্যন্ত নেই। গত ১৯ তারিখ তাড়াইলে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে এখনও আসামি গ্রেপ্তার হয়নি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।


 

আরবি/জেডআর

Link copied!