সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা আহ্বায়ক কমিটি প্রকাশ হয়েছে। সোমবার রাত নয়টার দিকে জেলা কমিটির এক মিটিং শেষে নেতৃবৃন্দ আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করেন।
এতে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক ইউ/পি চেয়ারম্যান লিয়াকত আলী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও সহ-সভাপতি আব্দুল হক ১ম যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম রহমত ২য় যুগ্ম আহ্বায়ক, উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম ৩য় যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সদস্য জুলফিকার আলী ভূট্টো ৪র্থ যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন।
আজ মঙ্গঁলবার(২৫ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা বিএনপি অফিসের সামনে থেকে নেতৃবৃন্দ ও নব নির্বাচিত আহ্বায়ক,লিয়াকত আলী ও ১ম যুগ্ম আহ্বায়ক, আব্দুল হক সহ বিশাল এক মোটর সাইকেলের শোডাউন নিয়ে মুক্তারপুর গ্রামে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালেব খানের সাথে সৌজন্য সাক্ষাত করে সবাই একসাথে পাশের উপজেলা মোহনগঞ্জে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের জনসভায় যোগদেন।
উপজেলা নেতৃবৃন্দের মধ্যে কয়েকজনের সাথে কথা বলে দেখা গেছে তারা বলেন, জেলা কমিটি আমাদেরকে যে কমিটি উপহার দিয়েছেন আমরা খুশি, আনন্দিত। দলের দুঃসময়ে যারা তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে অত্যাচার,নির্যাতন সহ্য করেছেন, জেল, জুলুম খেটেছেন তারাই কমিটিতে স্থান পেয়েছেন,আমরা নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন এবং জেলার নেতৃবৃন্দদের ধন্যবাদ জানাই।
আরও জানা যায় আজ পাশের উপজেলা মোহনগঞ্জে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের সভা থাকায় ধর্মপাশায় নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তীতে করা হবে।