কুষ্টিয়ায় কবর থেকে দুই কঙ্কাল চুরি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৫:৪০ পিএম

কুষ্টিয়ায় কবর থেকে দুই কঙ্কাল চুরি

ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় কবর থেকে দুই কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর কবরস্থানে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এলাকাবাসী জানায়, নগর সাঁওতা পশ্চিম পাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী মৃত সারা খাতুন (৮৫) ও মনিরুজ্জামানের ছেলে রাতুল (১৪) সম্পর্কে তারা দাদি ও নাতি তাদের কঙ্কাল চুরির ঘটনা ঘটে। পরে ঘটনার জানাজানি হলে স্থানীয় ও উৎসুক জনতা ভিড় করতে থাকে কবরস্থানে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ জানান, কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

আরবি/জেডআর

Link copied!