কুষ্টিয়ায় কবর থেকে দুই কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর কবরস্থানে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এলাকাবাসী জানায়, নগর সাঁওতা পশ্চিম পাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী মৃত সারা খাতুন (৮৫) ও মনিরুজ্জামানের ছেলে রাতুল (১৪) সম্পর্কে তারা দাদি ও নাতি তাদের কঙ্কাল চুরির ঘটনা ঘটে। পরে ঘটনার জানাজানি হলে স্থানীয় ও উৎসুক জনতা ভিড় করতে থাকে কবরস্থানে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ জানান, কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :