ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

শার্শায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৬:০৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের শার্শার অগ্রভুলোট গ্রামে আধিপত্য বিস্তার, টিসিবি‍‍`র কার্ড বিতরণ ও শালিসে মতভেদ সৃষ্টি হওয়াার কারণে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় বোমা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন সময়ে আতিয়ার রহমান ও শফিকুল ইসলাম নামে গ্রাম পর্যায়ের দুইজন বিএনপি নেতা আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে বিএনপির অফিস ও চেয়ার টেবিল।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট বাজারে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, সরোয়ার হোসেনের সমর্থিত বাবুল হোসেন,  মিকাইল হোসেন ও কবিনূরসহ অজ্ঞতনামা ১০/১২ জন যুবক আব্দুল হামিদ সরদার সমর্থিত বিএনপি নেতা আতিয়ার রহমানকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। তার হাটুর হাঁড় ভেঙ্গে দেয়া হয়। তাকে বাঁচাতে শফিকুল ইসলাম এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। শেষে কয়েকটি বোমা ফাটিয়ে এবং গুলি বর্ষণ করে এলাকায় আতংক সৃষ্টি করে তারা স্থান ত্যাগ করে। পরে স্থানীরা আহত দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। এ সময় বাজারের বিএনপি অফিস ও অফিসের চেয়ার টেবিল ভাংচুর করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে হামিদ সরদার সমর্থিত নেতাকর্মীরা অগ্রভুলোট বাজারে এসে হট্রগোল সৃষ্টি করলে পুলিশ এসে সকলকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এদিকে মঙ্গলবার সকালে অগ্রভুলোট বাজার থেকে স্থানীয় লোকজন একটি তাজা বোমা ও গুলির খোসা উদ্ধার করে পুলিশের কাছে দিয়েছে।

গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জানান, সংঘর্ষের ঘটনা তিনি শুনেছেন। তবে কি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ গিয়ে দুইপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ক্ষতিগ্রস্ত পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।