নোয়াখালী সুবর্ণচরে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া মোহাম্মদুপর ইউনিয়নে অবস্থিত চরলক্ষী আবাসন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পূনরায় চালুর লক্ষে উদ্ধোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি।
সে উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি।
মোহাম্মদপুর পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ আলী রিপনের সঞ্চালনায় এবং চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এনাম হোসেন মঞ্জুর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া।
"শিক্ষা জাতির মেরুদণ্ড" এই স্লোগানকে সামনে রেখে এলাকার কিছু শিক্ষা অনুরাগীর আন্তরিকতায় বিদ্যালয়টি ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন মোহাম্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট এনামুল হক সে থেকে এক ঝাঁক শিক্ষক শিক্ষিকা প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়টিতে পাঠদান করান। নানা সংকটে বিগত ১ বছর ধরে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। এলাকার একাধিক সমাজ সেবকের অনুরোধরে পূনরায় বিদ্যালয়টি চালুর লক্ষে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছারোয়ার উদ্দিন দিদার, মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদ, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু্ল খায়ের আকাশ, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম,সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন অনিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বি.কম, সুবর্ণচর উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সমাজ সেবক এমএস ফরিদ আখতার, ডেসটিনি কলেজের প্রভাষক আলা উদ্দিন এম.এস.সি, সহকারি শিক্ষক এনাম হোসেন, চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাইন উদ্দিন।