সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণতন্ত্রের সুষ্ঠু চর্চার মাধ্যমেই স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করা সম্ভব। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে জনগণের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেবে।
তিনি বলেন, “ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, তবে অহেতুক বিরোধের কারণে জাতীয় স্বার্থ উপেক্ষিত হওয়া উচিত নয়। গণতন্ত্রকে কঠোর শৃঙ্খলে আবদ্ধ হতে দেওয়া যাবে না। তাই গণতান্ত্রিক শক্তিকে সদা সজাগ থাকতে হবে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “ছাত্রস্বার্থ রক্ষা, জাতীয়তাবাদী চেতনার বিকাশ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়পরায়ণ নেতৃত্বের আদর্শে গড়ে তুলতে হবে। ছাত্রদলকে নেতৃত্বের গুণাবলি অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
সম্মেলনের প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, “ছাত্রদল তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০০৬ সালের পর বিএনপির ওপর চালানো রাজনৈতিক দমন-পীড়নের প্রতিবাদ, ২০০৭-২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারবিরোধী আন্দোলন এবং ২০১৩-১৪ সালের একদলীয় শাসনের বিরুদ্ধে ছাত্রদল সক্রিয়ভাবে কাজ করেছে। ভবিষ্যতেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সংগঠনটি নিরবচ্ছিন্নভাবে কাজ করবে।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি ছাত্রসংগঠন নয়, এটি গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আদর্শিক সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত এই সংগঠন দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদলকে আরও সুসংগঠিত হয়ে মাঠে থাকতে হবে।”
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, “এই সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং জাতীয়তাবাদী ছাত্রদলের ভবিষ্যৎ দিকনির্দেশনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা আশা করি, এই সম্মেলন ছাত্রদলের নেতৃত্বকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে।”
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের সঞ্চালনায় আয়োজিত এই সম্মেলনে বক্তারা সংগঠনের কর্মীদের জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, “ছাত্রদলকে হতে হবে আদর্শবান, দেশপ্রেমিক ও সাহসী-যারা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখবে।”
দুই অধিবেশনে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনুর আহমদ ও জসিম উদ্দিন, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ-দফতর সম্পাদক মাহবুব আলমসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ছাত্রদলের এই সম্মেলন শুধুমাত্র নেতৃত্ব পরিবর্তনের জন্য নয়, বরং ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলনের গতিপথ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন যে, ছাত্রদল আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :