জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈদগাঁহ মাঠের মেহরাব সরিয়ে নেট ও তারকাটার বেড়া দিয়ে আটকিয়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ মিঠাখালী গ্রামের মরহুম হাজী আব্দুল গফুর ফরাজি বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ এ ঘটনা ঘটে। মেহরাব সরাতে বাধা দেয়ায় ফজলুল হক নামে এক ব্যাক্তি আহত হন।
এ ঘটনায় জমিদাতা ফজলুল হকের ছেলে জিয়াউল হক রবিউল ইসলাম বাদি হয়ে রোববার মঠবাড়িয়া থানায় স্থানীয় বাসিন্দা মৃত. জবেদ আলী খলিফার চার ছেলে মোস্তফা কামাল খলিফা, ছত্তার খলিফা, কাদের খলিফা, আঃ জব্বার খলিফা, আঃ কাদের খলিফার ছেলে হেলাল খলিফা, আঃ জব্বার খলিফার ছেলে শাহাদাত খলিফার বিরুদ্ধ মঠবাড়িয়া থানায় জিডি করেন। বাদি রবিউল ইসলাম বিষয়টি ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালে জমি দান করে মরহুম হাজী আব্দুল গফুর ফরাজি বাড়ি জামে মসজিদ নির্মান ও ঈদগাহ মাঠ তৈরিতে ফজলুল হক ও জবেদ আলী খলিফা একত্রে জমি দান করেন। কিন্তু অজ্ঞাত কারণে বেশ কিছুদিন মৃত. জবেদ আলী খলিফার ছেলেরা ঈদগাঁহে জমি পাবে বলে বিরোধ করে আসছিলো। গত ২২ ফেব্রুয়ারী সন্ধ্যায় কাইকে কিছু না বলে মৃত. জবেদ আলী খলিফার ছেলে ও তাদের দলবল তার কাঁটার বেড়া দিয়ে ঈদগাঁহের জমি দখলে নেয়।
এব্যাপারে অভিযুক্ত ছত্তার খলিফা ঘটনার বিবরণ অকপটে স্বীকার করে বলেন, আমাদের জমি আমরা দখলে নিয়েছি।
মঠবাড়িয়া থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।