ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

ফরিদপুরে ৪ হাজার দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৭:২৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরে ৪ হাজার দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয় এবং চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। দূরদূরান্ত হতে ফরিদপুরের বিভিন্ন উপজেলার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসেন এখানে।

এদিন সকাল ১০টায় চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ও সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মোতালেব হোসেন।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, দিনব্যাপী ৩৫ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদেরকে মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনোকোলজি, রিউমাটোলজি, ডার্মাটোলজি, অর্থোপেডিক্স, নিউরোলজি, কার্ডিওলজিসহ বিভিন্ন চিকিৎসা সেবা দিয়েছেন।

এছাড়া রোগ নির্ণয়ের পর তাদেরকে বিনামূল্যে ওষুধও দেয়া হয়েছে। পুরুষ ও নারী রোগীদের জন্য আলাদা বুথে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। চিকিৎসাসেবা কার্যক্রমে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ছিলো ফাউন্ডেশনের নিজস্ব ১৫ শত স্বেচ্ছাসেবী।

এর আগে গত ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন ব্যাপী চন্দ্রপাড়া দরবার শরীফের ‘বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রে’ রেজিস্ট্রেশন করেন এসব সেবাগ্রহীতারা।

২০০৪ সালে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ্ চন্দ্রপুরী (রহ:)। হযরত খাজা এনায়েতপুরী (রহ:)-এর নেসবতভুক্ত ভক্ত-পরিবারের মধ্যে অসচ্ছল-দরিদ্র কর্মক্ষম মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে সারা বছর সহস্রাধিক ‘সাদকা ই জারিয়া’ (কর্মসংস্থানের ব্যবস্থা), শিক্ষা অনুদান, দুর্যোগকালীন সময়ে ত্রাণ (খাদ্য সামগ্রী) ও অন্যান্য সহায়তা প্রদান চলমান রয়েছে।

এছাড়া সারা বছর সর্ব সাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।