চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুইপক্ষের সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুর এবং পরপর দুইটি ককটেল বিষ্ফোরণ ঘটনা ঘটেছে। এসময় মঞ্চে দুই পক্ষের নেতৃবৃন্দকে একে অপরে ধাক্কা-ধাক্কি ও তুমুল হট্টগোলে লিপ্ত হতে দেয়া যায়। একপর্যায়ে নেতাকর্মীরাও মঞ্চে থাকা নেতাদের দিকে ধেয়ে আসে। মুহুর্তে সভাস্থল রণক্ষেত্রে পরিনত হয়। পরে একপক্ষ ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে সভাস্থল ত্যাগ করে।
নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, আইন-শৃংখলার অবনতি, দ্রুত গণতান্ত্রিক পথে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদীদের অপচেষ্টা মোকাবেলার দাবীতে সমাবেশের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে পূর্বনির্ধারিত সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন। প্রধান বক্তা ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠিনক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া’র সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। স্থানীয় নেতৃবৃন্দ’র বক্তব্য শেষে প্রধান বক্তা সৈয়দ শাহীন শওকতের নাম ঘোষণা দেন সমাবেশের সঞ্চালক ও জেলা বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম।
এসময় সম্প্রতি ঘোষিত শিবগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক আশরাফুল হক তাকে বক্তব্য দিতে না দেয়ায় দাঁড়িয়ে প্রতিবাদ করেন। এসময় তার সমর্থকরার প্রতিবাদ ও একপর্যায়ে বিশৃংখলা শুরু করে। এসময় অন্যান্য বিএনপি নেতা-কর্মীরা একে অপরের সাথে সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুওে লিপ্ত হয়।
শেষে আশরাফুল হক তার দলবল নিয়ে চলে গেলে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। আধাঘন্টা পর পুনরায় সভার কার্যক্রম শুরু হয়।
আপনার মতামত লিখুন :