ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১০:৪৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুর উপজেলায় হামলা, বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও গাড়ীদহ ইউনিয়নের কানুপুর গ্রামের মোঃ শামসুল হকের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৮)। তাকে রাত ১০টায় উপজেলার পরিষদ গেইট হতে গ্রেফতার করা হয়েছে।

শেরপুর শহর যুবলীগের সভাপতি, শেরপুর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি,  আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডো সভাপতি ওসকাল বাজার সিনেমা হল এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সরকারের ছেলে ফেরদৌস সরকার মুকুল  (৩৮) তাকে পৌরসভাধীন সকাল বাজার এলাকা হতে রাত সাড়ে ১০টায় গ্রেফতার করা হইয়াছে।

এসব বিষয় নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের  কারাগারে পাঠানো হয়েছে।