ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়লো ৫১ দোকান

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০১:০৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ৪০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর, কাউখালি ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের সদর উপজেলার পাঁচপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১১টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।