ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

কোটালীপাড়ায় গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:১৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭ কেজি গাঁজাসহ আলামিন (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধায় কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার কান্দি ইউনিয়নের কাচারীভিটা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আলামিন পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার সোহাগধর গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে।

কোটালীপাড়া থানার এসআই মো. আল আমিন বলেন, কাচারীভিটা বাজারে খালেক হাওলাদারের চায়ের দোকানের পাশে এক মাদক বিক্রেতা মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে আমরা ৭ কেজি গাঁজাসহ আলামিনকে গ্রেপ্তার করি।

এ ঘটনায় কোটালীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।