ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

হবিগঞ্জ বৈষম্যবিরোধী আন্দোলনের নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:২৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল কমিটির অনুমোদন দেন।

সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটির বিষয়টি জানানো হয়।

আগামী ৬ মাসের জন্য অনুমোদিত হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আরিফ তালুকদার, যুগ্ম আহ্বায়ক (১ম) এনামুল হক সাকিব, সদস্য সচিব মাহদি হাসান আশরাফুল ইসলাম সুজন মূখ্য সংগঠক ও রাশেদা ইসলামকে মুখপাত্র করা হয়েছে।

এদিকে কমিটি গঠনের খবর পেয়ে রাতেই এই কমিটি প্রত্যাখ্যান করে যুগ্ম আহ্বায়ক (১ম) এনামুল হক সাকিবের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে।

এসময় তারা ‘টাকার বিনিময়ে পকেট কমিটি মানি না, মানবো না’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দালালি না আজাদি’ বলে কমিটি প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন।

এ ব্যাপারে এনামুল হক সাকিব বলেন, টাকার বিনিময়ে কমিটি দেয়া হয়েছে। যোগ্যদের মূল্যায়ান করা হয়নি। তাই কমিটি বাতিল দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছে। কমিটিতে শিবিরের অনেক গুপ্ত চর সহ রয়েছে। ছাত্রলীগের কয়েকজন এই কমিটিতে স্থান পেয়েছে। বুধবার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে।