কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে কার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি সোমবার সকালে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।