সাতক্ষীরায় সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৫:৫৫ পিএম

সাতক্ষীরায় সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বুধবার এসব মালামাল জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিকাল সাড়ে ৩টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় পেইন কিলার মেডিসিন ওয়েল, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের বলদঘাটা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্তের চারাবাড়ি নামক স্থান হতে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি জব্দ করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সীমান্তের কুঠিবাড়ি ও গেড়াখালি নামক স্থান হতে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা এবং মাদরা বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্তের ভাদিয়ালী নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেন।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আবু/এস

Link copied!